নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসুল্লী এবং ২ জন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদ সমুহে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসুল্লী এবং ২ জন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদ সমুহে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সাথে ইতোপুর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জু’মা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নানে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা।
এ বিষয়েধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ আগামীকাল ২৪ এপ্রিল,২০২০ (শুক্রবার) একটি সার্কুলার জারি করবে।