নিজস্ব প্রতিবেদক
খ্যাতিমান প্রকৌশলী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।
একুশে পদকপ্রাপ্ত প্রতিভাবান এ শিক্ষাবিদ দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমনঃ বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এই গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেখ ফজলে ফাহিম।
মঙ্গলবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এফবিসিসিআই’র এই শোক বার্তাটি আপনার স্বনামধন্য প্রত্রিকায় প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জনানো যাচ্ছে।