ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই সাংবাদিক কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা ৪৭ জনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
শুক্রবার ইন্ডিপেনডেন্ট টিভির আব্দুল্লাহ মামুন জানান, এরপরও সম্ভাব্য সকল প্রকার সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমনকি কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।